Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.

scroll1

ইতিহাস আর ঐতিহ্যে গাথা সু-প্রাচীন নীলফামারী জেলার অন্যতমউপজেলা জলঢাকা। জলঢাকার উত্তরে ডিমলা ও ভারতের শিলিগুড়িজেলা, দক্ষিনে বিভাগীয় শহর , পূর্বেলালমনির হাট এবং পশ্চিমে জেলা শহর তারও পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা অবস্থিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ন ট্রানজিট এলাকাহিসাবে দীর্ঘ সময় ধরে সুপরিচিত। বর্তমানযুগ নগরায়নের যুগ। জীবিকার প্রয়োজনে ও উন্নত জীবন ব্যবস্থারপ্রত্যাশায় ব্যাপক হারে শহর এলাকায় অভিগমনের কারনে দ্রুত গতিতে নগরায়ন ঘঠছে। তারই পথ ধরে ২০০১ সালের জুলাই মাসেজলঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

এখানকার ভূমিপ্রায় সমতল। জলঢাকাপৌরসভার পাশ দিয়ে গেছে ঐতিহ্য বাহী ০৩ (তিনটি) নদী। পৌরসভারজন্মপরবর্তী বেশ কিছু সময়ে উন্নয়নের স্থবিরতা বিরাজ করলেও বর্তমান (২০১১-২০১২)অর্থ বছর হতে উন্নয়নের নবযাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে জলঢাকা পৌরসভার পৌরভবন নির্মানের প্রস্তুতি, রাস্তাঘাট নির্মান, আধুনিক সুপার মার্কেটনির্মানের পরিকল্পনাসহ নাগরীক সেবায় কম্পিউটার প্রযুক্তির প্রচলণ ইত্যাদিবিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। অচিরেই জলঢাকা পৌরসভা একটি আধুনিক মডেল পৌরসভায় রুপান্তর সম্ভব।